হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসককে পৌরসভার নাগরিক সম্মাননা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৪:৫১:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান হবিগঞ্জের মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন তার কাজের মধ্যে দিয়ে। তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইশরাত জাহান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান-তিনি তা তার কাজের মধ্য দিয়ে স্বাক্ষর রেখেছেন।
গত সোমবার রাত ৮টায় হবিগঞ্জ পৌর টাউন হলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানকে হবিগঞ্জ পৌরসভার দেয়া নাগরিক বিদায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে তিনি আরো বলেন, হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ডাম্পিং স্টেশন বাস্তবায়নে ইশরাত জাহান অগ্রণী ভূমিকা পালন না করলে হয়তো হবিগঞ্জবাসীকে ডাম্পিং এর যন্ত্রণা ভোগ করতে হত। তাকে সম্মাননা দিয়ে হবিগঞ্জ পৌরসভা সঠিক কাজটিই করেছে।
বিদায়ী অতিথি ইশরাত জাহান বলেন, হবিগঞ্জে প্রায় আড়াই বছর কাজ করার সময় সর্বক্ষেত্রে হবিগঞ্জবাসীর সহযোগিতা পেয়েছি। এ জন্যই ঈদ, বন্যা, কোভিড সব সময়ই হবিগঞ্জে অবস্থান করেছি। হবিগঞ্জের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমার হবিগঞ্জের জন্য কাজ করার সুযোগ থাকবে। হবিগঞ্জের জন্য আমার আলাদা মমতা থাকবে। সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এবং মেয়র আতাউর রহমান সেলিম সহ এখানকার জনপ্রতিনিধিরা দেশকে গড়ে তুলতে একযোগে কাজ করে যাচ্ছেন বলে তার মন্তব্য।
সভাপতি’র বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ইশরাত জাহান হবিগঞ্জ পৌরবাসীর জন্য যে সহযোগিতা করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, হবিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভূ, সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী, স্বাচিপ হবিগঞ্জ সভাপতি ডা. অসিত রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ চেম্বার সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, বস্ত্র মালিক সমিতির সভাপতি শংকর দাশ প্রমুখ।
পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ্ সালাউদ্দিন আহমেদ টিটু, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল, শেখ সুমা জামান।