মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৪:৫৪:২৪ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোছা: রেবেকা বেগম (রেনু) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যীশুপদ পাল। মনোজ কান্তি দত্ত (মুন্না)’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টাবৃন্দ ,সাব্বির আহমদ খাঁন, নজরুল ইসলাম নজু, সুব্রত দেব, বাবুল দেব, দীপক পাল, পান্না দেব, অজয় দেব, সুভাষ দেব, ফজর আলী, মাশুক আহমদ, অরবিন্দু দাস, রথীন্দ্র ঘোষ,বলাই দত্ত, বিপুল দাস, সুভাষ চক্রবর্তী, কিংশুক রঞ্জন চৌধুরী, রিপন এষ চৌধুরী, বিনয় ভূষন দাস, সঞ্জয় দেব, সাহেদ আহমদ, শিমুল পাল, মিটু মোহন দেব, উত্তম দেব, সুজেল আহমদ তালুকদার, অর্পন ঘোষ, রিপন ঘোষ, সুমিত দে, সুমন পাল, ধনব্জয় দাশ, শীতল ঘোষ, চিরনজিৎ ঘোষ, কাদির খান, জনী দাশ, সঞ্জয় ঘোষ, ইমন দত্ত, সঞ্জয় দত্ত, নিলয় পাল, নয়ন পাল, পল্লব দেব প্রমুখ। বিজ্ঞপ্তি