গোলাপগঞ্জে কৈলাশটিলা-২ নম্বর কূপের ওয়ার্কওভার করতে রিগ স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ১:০৯:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের কৈলাশটিলা-২নং কূপের ওয়ার্কওভার (পুনঃখনন) কাজের জন্য রিগ স্থাপন ও প্রস্তুত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রিগ স্থাপনকালে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শোয়েব। সিলেট গ্যাস ফিল্ডের ‘৪টি গ্যাস কূপ ওয়ার্কওভার’ প্রকল্প এর আওতায় প্রথম কৈলাশটিলা-২নং কূপের কাজের শুরু হচ্ছে। শিগ্রই ওয়ার্কওভারের মূল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পের আওতায় কৈলাশটিলা-২নং কূপসহ পুনঃখনন করা হবে রশিদপুর-২ ও ৫ নং এবং সিলেট-৭ নং কূপ। গত জানুয়ারিতে গ্রহণ করা এই প্রকল্প শেষ হবে ২০২৪ এর ডিসেম্বরে। এতে ব্যয় হবে ২৮৭ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হলে নতুন করে ৩৫-৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। রিগ স্থাপন কালে প্রকল্প পরিচালক ড. ফরহাদুজ্জামানসহ এসজিএফএল এর কর্মকর্তাবৃন্দ ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলে