কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত সিলেটের সাবিনা সুলতানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ১:১২:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের আওয়ামীলীগ নেত্রী ও বিশিষ্ট সমাজসেবী সাবিনা সুলতানা। গত রোববার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সাবিনা সুলতানার সদস্য পদ নিশ্চিত করা হয়। তিনি সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুর আনোয়ার আলাওর এর সহধর্মিনী। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিতে সদস্য পদ লাভ করায় সাবিনা সুলতানা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপিকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি