শাহপরানে অসহায় পরিবারের ওপর হামলা প্রসঙ্গে স্বপ্না বেগমের বক্তব্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৪:১০:৩৩ অপরাহ্ন
‘শাহপরানের দত্তগ্রামে এক অসহায় পরিবারের উপর হামলা ॥ সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টা’-শিরোনামে গতকাল মঙ্গলবার দৈনিক সিলেটের ডাক-এর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন সিলেট সদর উপজেলার শাহপরান থানার দত্তগ্রাম, খিদিরপুরের বাসিন্দা স্বপ্না বেগম। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, এ বছরের ২৮ ফেব্রুয়ারি খিদিরপুর মৌজায় হোসনে আরা বেগম ও তার ছেলে-মেয়েদের কাছ থেকে তিনি ৪ শতক ৫০ পয়েন্ট ভূমি ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা দাম সাব্যস্ত করে বায়নামা সম্পাদন করেন। বায়নামা অনুযায়ী নগদ ১০ লাখ টাকা পরিশোধ করে জমির দখল সমঝে বৈদ্যুতিক মিটার ও ডিপটিউবওয়েল স্থাপন করে তিনি ওই জায়গায় বসবাস করে আসছেন। বায়নামা সম্পাদনের পর তারা হোসনে আরার বাড়ির গেইট ব্যবহার করে আসছেন। বিক্রেতারা তাদের কাছে আরো ১০ লক্ষ টাকা দাবি করলেও তিনি নামজারি সম্পাদন করে জমি রেজিস্ট্রি করে দিতে বলেন। কিন্তু, হোসনে আরা দলিল সম্পাদন না করে তিন বার বাসার গেইট তালাবদ্ধ করে তার পরিবারের সদস্যদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ নিয়ে সালিশ বৈঠকও হয়। গত ৩ জুলাই স্ক্যাচম্যাপের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা হয় এবং বিক্রেতারা চেকের মাধ্যমে আরো দুই লক্ষ টাকা গ্রহণ করেন। গত ১৬ জুলাই হোসনে আরা ও তার পরিবারের সদস্যরা ফের বাসার গেইট তালাবদ্ধ করে রাখেন। এ নিয়ে দু’পক্ষের বাদানুবাদ হয়। প্রতিপক্ষের হামলায় স্বপ্নাও আহত হন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
প্রতিবাদলিপিতে স্বপ্না উল্লেখ করেন, দলিল রেজিস্ট্রি করে দিলে তিনি তাৎক্ষণিকভাবে বিক্রয়মূল্যের অবশিষ্ট টাকা প্রদানে সম্মত আছেন।
প্রতিবেদকের বক্তব্য ॥ সিলেটের ডাক-এর বার্তাকক্ষে এসে হোসনেআরা বেগমের অভিযোগের প্রেক্ষিতেই রিপোর্টটি তৈরি করা হয়েছিল।