দক্ষিণ সুরমায় সমাজসেবার চেক বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৪:১২:৪৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের মধ্যে এ চেক বিতরণ করা হয়েছে।
গত সোমবার উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ শাহীনুজ্জামান চৌধুরী’র পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, উপপরিচালক নিবাস রঞ্জন দাস, বাংলাদেশে প্রথম সমাজসেবায় মানবকল্যাণ পদকপ্রাপ্ত আব্দুল জব্বার জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ইউনিয়ন সমাজকর্মী মোঃ আবুল কালাম প্রমুখ।-বিজ্ঞপ্তি