সাংবাদিকদের সাথে মতবিনিময়
৮ দফা দাবিতে রেজিস্ট্রি মাঠে শনিবার সমাবেশ করবে খেলাফত মজলিস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৩:৫০:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আগামী শনিবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে খেলাফত মজলিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ সফল করতে গতকাল বুধবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় করেছে দলটি। মতবিনিময়কালে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মুনতাসির আলী জানিয়েছেন সমাবেশের জন্য এসএমপির কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন। অনুমতি পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। কারণ মজলিস একটি নিবন্ধিত দল। সেখানে সমাবেশ করতে অনুমতি না দিলেও তাদের সমাবেশ করার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
লিখিত বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী আরো বলেন, ‘খেলাফত মজলিস জাতীয় সংকট নিরসন এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিসহ ৮ দফা দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করার সংগ্রামে নিয়োজিত। এর অংশ হিসেবে সিলেটে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা দলটির বাকি দাবিগুলো হচ্ছে- নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম-উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা, বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগ দান এবং ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি পরিহার করা।
এসব দাবি বাস্তবায়নে রাজপথে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই উল্লেখ করে মুহাম্মদ মুনতাসির আলী আরও বলেন- ইতোমধ্যে সারা দেশের বিভাগীয় শহর ও জেলা শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই কুমিল্লা, ২১ জুলাই ময়মনসিংহ, ২২ জুলাই সিলেটের পাশাপাশি বরিশাল, ২৭ জুলাই খুলনা এবং ২৯ জুলাই ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে । এসব সমাবেশের মধ্য দিয়ে জাতির সামনে আমাদের ন্যায্য দাবিসমূহের সপক্ষে জনগণকে সংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত রাখছি। সমাবেশে সিলেট বিভাগের সকল উপজেলা থেকে আমাদের নেতা-কর্মীরা আসবেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘সিলেটে বিভাগীয় সমাবেশ করার জন্য আমরা এসএমপি’র অনুমতি ও সহযোগিতা চেয়েছি। গত ২২ জুন লিখিত আবেদন করেছি সিলেটে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরে। গত সপ্তাহে আমাদের একটি প্রতিনিধি দল এসএমপি’র সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং যোগাযোগ অব্যাহত রেখেছে। আমরা দৃঢ়ভাবে আশা করছি, পুলিশ সমাবেশের অনুমতি দিবে এবং আমাদেরকে সহযোগিতা করবে। আর যদি অনুমতি না মিলে তবুও সমাবেশ করার প্রস্তুতি রয়েছে খেলাফত মজলিস নেতাকর্মীদের।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ছাড়া এদেশে সুন্দর নির্বাচনের কোন ইতিহাস নেই। আমলাতান্ত্রিক রাজনীতি ও বিদেশ নির্ভরতার ঊর্ধ্বে উঠে জনগণ নির্ভর রাজনীতিই দেশের জন্য কল্যাণকর বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, মহানগর নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, খেলাফত মজলিস নেতা সাহেদ আহমদ, মহানগর ইসলামী যুব মজলিস নেতা মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।