ছাতক পৌরসভার ১০৩ কোটি ৫৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৪:০৮:১৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নতুন কোন করারোপ ছাড়াই ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ছাতক পৌরসভার প্রায় ১০৩ কোটি ৫৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিক নতুন বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭২ টাকা। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় ৯ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ৬০৫ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে আয় ধরা হয়েছে ৯৪ কোটি ৬৬ হাজার ৬৬৭ টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে রাজস্ব তহবিল থেকে ৮ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন তহবিল থেকে ৯৪ কোটি ৬৬ হাজার ৬৬৭টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ১০২ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৬০৫ টাকা।
পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভীর পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, রশীদ আহমদ খছরু, হাজী ছালেক মিয়া, শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর রতœা মালাকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, সদস্য তমাল
পোদ্দার, সাংবাদিক আমির আলী, শংকর দত্ত, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, আব্দুল আজিজ, কর আদায়কারী জামাল উদ্দিন, হিসাবরক্ষক কুলসুমা বেগম, সহকারী কর আদায়কারী শহিদুল হক মোল্লা, রতন দে, উচ্চমান সহকারী শীলা বড়ুয়া, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শরীফ চৌধুরী, সুমন বর্ধন, অজিত কুমার দাস, বিজয় পাল টিবলু, সুব্রত হালদার, আসাদুজ্জামান রতন প্রমুখ।