বিদায়ী জেলা প্রশাসককে ক্রীড়া সংস্থার সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৪:১৫:৩৭ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলা ক্রীড়া ভবনে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা ও ধন্যবাদ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নাজনীন হোসেন ও হানিফ আলম চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল এবং কার্যনির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, দীপাল কুমার সিংহ, সমর চৌধুরী, হাজী মিলাদ আহমদ ও মস্তাক আহমদ পলাশ, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ উদ্দিনসহ ক্লাব-কর্মকর্তাবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।