শাবিতে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্টে ভর্তির আবেদন শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ১২:৩৫:৪৪ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট (এমএফবিএম) এমবিএ প্রোগ্রাম। ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগ্রামের অধীনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এ প্রোগ্রাম। প্রোগ্রামটি পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদ।
এই প্রোগ্রামে প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ভর্তিচ্ছুদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ভর্তির আবেদন করতে বলা হয়েছে।
এরপর ২৮ জুলাই ভর্তি পরীক্ষা (লিখিত) নেয়ার পর ৬ আগস্ট ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তী ১১ আগস্ট ভাইভা ও ১২ আগস্ট চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তারপর ১৩ থেকে ১৭ আগস্ট ভর্তি প্রক্রিয়া চলবে। সর্বশেষ ১৮ আগস্ট ওরিয়েন্টেশন এবং ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
ভর্তিচ্ছুদের আবেদনের যোগ্যতা হিসেবে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এতে ভর্তিচ্ছুরা ১ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। তবে প্রথমব্যাচের শিক্ষার্থীদের কোন টিউশন ফি পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, বাংলাদেশে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট সম্পূর্ণ নতুন একটি কনসেপ্ট। ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগ্রামের অধীনে আমাদের বিশ্ববিদ্যালয় (পার্টনার হিসেবে) থেকে এ বিষয়ে ডিগ্রি প্রদান করা হবে। এই প্রোগ্রামের প্রথমব্যাচে ৪০জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এতে ২ সেমিস্টারে মিলিয়ে একবছরে এ ডিগ্রি সম্পন্ন হবে।
উল্লেখ্য, ইউরিপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগামের অধীনে দেশে প্রথমবারের মতো শাবি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট এমবিএ প্রোগ্রাম চালু হচ্ছে।