অজ্ঞাতনামা লাশের পরিচয় জানতে চায় পিবিআই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ২:৩২:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: একটি অজ্ঞাতনামা (পুরুষ) লাশের পরিচয় জানতে চায় পিবিআই। লাশটি অর্ধগলাকাটা অবস্থায় ২০২২ সালের ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের খিদিরপুর মসজিদগামী রাস্তার বিপরীতে পড়েছিলো। লোকটির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বয়স আনুমানিক ৪০ বছর। লাশটি একটি মুখবন্ধ বস্তায় গলাকাটা অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। বস্তার পাশে একটি কালো প্যান্ট ছিলো। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলা হয়। মামলা নং ১ (০১/০৯/২০২২)। বর্তমানে মামলাটির তদন্ত করছে পিবিআই।
কোন সুহৃদয় ব্যক্তি নিহত ব্যক্তির পরিচয় পেলে পিবিআই সিলেট এর ইন্সপেক্টর মোহাম্মদ মহিদুল ইসলাম (মোবা:০১৭২৮-০৩৬২৬৯) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।