আওয়ামী লীগ নেতা এডভোকেট বেলাল উদ্দিনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৩:০৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেট মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আর নেই। গতকাল বুধবার রাত ৯ টা ২০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। । তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোডের হাজি আব্বাস আলী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বাদ যোহর দক্ষিণ সুরমার সদরখলা, খালপার শাহী ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
রাজনীতি ছাড়াও তিনি সিলেট জজ কোর্টের এপিপি, সামাজিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক কার্যকরি পরিষদের সদস্যসহ বিভিন্ন পেশাগত ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
এদিকে, এডভোকেট বেলাল উদ্দিনের মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক
অধ্যাপক জাকির হোসেন স্বাক্ষরিত পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এডভোকেট বেলালের ইন্তেকালে সিলেটবাসী একজন দেশপ্রেমিক রাজনীতিবীদকে হারিয়েছেন। তাঁর মতো একজন রাজনৈতিক সহযোদ্ধার স্থান কখনো পূরণ হবার নয়। এছাড়াও শোক প্রকাশ করেছেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি এডভোকেট আব্দুস সাদেক লিপন ও সাধারণ সম্পাদক আব্দুল বাতিন ফয়সল। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।