সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৩:০৭:৪২ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ বিশ্বজয়ী ক্বোরআনে হাফেজ আবু তালহাকে সিলেটে গণ সংবর্ধনা দেয়া হবে আগামীকাল শুক্রবার । ঐদিন বেলা ২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি।
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেটের সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম, মাছিমপুর মাদরাসার পরিচালক এবং নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শায়খ নাজমুদ্দিন ক্বাসেমী। সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করা হয়েছে।
উল্লেখ্য, ১১৬ দেশের প্রতিযোগীদের নিয়ে লিবিয়ায় অনুষ্ঠিত হিফজুল ক্বোরআন প্রতিযোগিতায় হাফিজ আবু তালহা ২য় স্থান লাভ করেন।