কোম্পানীগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৩, ১১:৩৮:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কোম্পানীগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় আহত আরও চারজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহাসড়কের সুন্দ্রগাঁও পিয়াইনগুল উচ্চ বিদ্যালয়ের নিকটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব।
তিনি জানান, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে নিহতদের সবাই সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
ইন্সপেক্টর আরও জানান, অটোরিকশার অপর যাত্রী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া মাইক্রোবাসের চালক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। চালকসহ মাইক্রোবাসে ১৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর যাত্রীরা মোটামুটি সুস্থ আছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সিএনজিচালক মো. কালন মিয়া (৩৬)। তিনি কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের মো. শাহাজাহানের ছেলে। একই উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন (৩৯)। তিনি আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার। নিহত অন্যরা হলেন-উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে ইদ্রিস আলী (৪০), ইসলামপুর পশ্চিম ইউনিয়নের উত্তর টুকেরগাঁও গ্রামের সুরুজ্জামালের স্ত্রী রিতা আক্তার (১৮), ইসলামপুর গ্রামের মৃত গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৪৫), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে একাব্বর আলী (৬৫) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত দোয়াত আলীর ছেলে আবু তাহের (৪৫)। তিনি মাইক্রোবাস চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জমুখী দ্রুতগামী মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো চ-১৯-৭৪৬২) ডান পাশের চাকা ব্রাস্ট হয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা অটোরিকশার (রেজিস্ট্রেশন বিহীন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুটি গাড়িই পাশের খাদে গিয়ে পড়ে।
এ সময় দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি কোম্পানীগঞ্জে। একজন সুনামগঞ্জের ও একজন মানিকগঞ্জের। ধারণা করা হচ্ছে,মাইক্রোবাসটি ছিল পর্যটক বহনকারী।
এ বিষয়ে সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূঞা জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে নিহত ৫ জন এবং আহত আরও ২ জনকে উদ্ধার করে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে।