সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে হাসপাতালে দেখতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৫:৩৭:২৮ অপরাহ্ন
রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেখতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি কাইয়ুম চৌধুরীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। বিএনপি মহাসচিব বেশ কিছু সময় তার পাশে থেকে শারীরিক
অবস্থার উন্নতি দেখে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। বিএনপি মহাসচিব শত ব্যস্ততার মধ্যেও কাইয়ুম চৌধুরী হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ রাখছেন।-বিজ্ঞপ্তি