প্রতিশ্রুতি রক্ষা করতে আমি অঙ্গীকারবদ্ধ —হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৫:৪২:২৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ জনপদের পরিকল্পিত উন্নয়ন করছে। ফলে অবহেলিত এলাকার জনগণ সুফল ভোগ করতে সক্ষম হচ্ছেন। তিনি বলেন, নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ। বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ধোপাকান্দি-চানপুর সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেম্বার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সয়েবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও কমিউনিটি নেতা আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৯নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জোনাব আলী, ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তার আলী মেম্বার, ৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানু মিয়া, আওয়ামীলীগ নেতা বাচ্চু মিয়া, সোজা মিয়া, সাবেক মেম্বার আব্দুল গফফার, উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমদ কর্নেল, বিশিষ্ট মুরুব্বি ও সাবেক মেম্বার আমির আলী, সোনাহর আলী, লাল মিয়া, যুব নেতা আলী আহমদ রাজু, শামীম আহমদ মেম্বার, অমর চন্দ্র দাস মেম্বার, যুবলীগ নেতা মছরুজ জামান মছরু, রিয়াজ উদ্দিন, শাহিন আহমদ খোকন, উপজেলা ছাত্রলীগ নেতা দুলাল আহমদ, ছাত্রলীগ নেতা বদরুজ্জামান শিপলু প্রমুখ।