অপমৃত্যু আর হত্যাকান্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৬:১৪:২০ অপরাহ্ন
অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম। -ডেমোক্রিটাস
সারা দেশে প্রতিবছর গড়ে ২৭ হাজার মানুষের অপমৃত্যু হয়। এ হিসাবে দিনে মারা যান ৭০-৮০ জন। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় ২৬ হাজার ৯২৮টি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। আর এই অপমৃত্যুর মধ্যে বেশিরভাগই হত্যাকা- বলে বিভিন্ন জরিপে বেরিয়ে এসেছে।
জন্ম হলেই মৃত্যু অবধারিত।অবশ্য মৃত্যুকে মানুষ সহজে মেনে নিতে পারে না। রোগ-জরা, দুঃখ-দুর্দশা মেনে নিয়েও মাুনষ বেঁচে থাকতে চায়। তবুও সেই মৃত্যুকে মানুষ মেনে নিতে বাধ্য। কিন্তু আকস্মিক- অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু, যে মৃত্যুর জন্য মানুষের প্রস্তুতি নেই, যা মর্মান্তিক অথচ সতর্ক হলে এড়ানো সম্ভব, তা মানুষকে অন্য রকম কষ্ট দেয়। স্বাভাবিক মৃত্যুর শোক আর অপমৃত্যুর কষ্ট দুই জিনিস বলেই বিশেষজ্ঞগণ মনে করেন। সাধারণত প্রকৃতির নিয়মের বাইরে যে মৃত্যু হয় তাকে অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু বলা হয়। অস্বাভাবিক মৃত্যুর কারণে থানায় যে মামলা রুজু করা হয় তাকে ইউডি (আনফরচুনেট ডেথ) কেস বা অস্বাভাবিক মৃত্যু মামলা বলে। কোন দুর্ঘটনার কবলে পড়ে, পানিতে ডুবে, ইচ্ছাকৃতভাবে গলায় রশি দিয়ে, বিষপান করে কিংবা অন্য কোন উপায়ে আত্মহত্যা করলে তাকে অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু বলে গণ্য করা হয়। আর এই অপমৃত্যু মূলত আত্মহত্যাসহ অন্যান্য কারণে ঘটে থাকে।যেমন-পানিতে ডুবে, বন্যপ্রাণির আক্রমণে, সাপে কাটা, বিদ্যুৎস্পৃষ্ট, বজ্রপাত, অগ্নিকা-, ট্রেনে কাটা পড়ে। এর বাইরে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত সারা দেশে অনেক লোক মারা যান। এ ক্ষেত্রেও অপমৃত্যু মামলা হয়।জরিপে বেরিয়ে এসেছে অনেক অপমৃত্যুর নেপথ্যে লুকিয়ে আছে হত্যাকা-। দেশের ৬৩৩টি থানায় গড়ে প্রতিমাসে অন্তত ৩০টি অপমৃত্যুর মামলা হয়।পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেট্রোপলিটনগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপমৃত্যুর ঘটনা ঘটে ঢাকায়। আর সবচেয়ে কম অপমৃত্যু হয় সিলেটে।আশ্চর্যের বিষয় হচ্ছে, দেশব্যাপি সংঘটিত অপমৃত্যুর মধ্যে অনেকগুলোই এক পর্যায়ে হত্যাকা- বলে প্রমাণিত হয়।
বিশেষজ্ঞদের মতে, জনসচেতনতার অভাবেই অপমৃত্যু বেশি হচ্ছে। অনেক সময় পুলিশের তদন্তে অবহেলায় হত্যাকা-কে অপমৃত্যু বলে চালিয়ে দেয়া হয়। আবার অনেক সময় অপমৃত্যুর ঘটনাও তদন্তে হত্যাকা- বলে বেরিয়ে আসে। রেললাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বেশিরভাগই হত্যাকা- বলে তদন্তে উদঘাটিত হয়। অপমৃত্যু রোধে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। সব ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধির সাজা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।