দোয়ারাবাজারে কাঁচা রাস্তা পাকাকরণের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ১০:২৮:৪৩ অপরাহ্ন
তাজুল ইসলাম, দোয়ারাবাজার থেকে: দোয়ারাবাজারে মাত্র অর্ধ কিলোমিটার রাস্তা পাকাকরণ না করায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৫ গ্রামবাসীকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর কান্দাপাড়া গ্রামের নুর আলীর বাড়ি হতে আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরপুর থাকায় সাধারণ পথচারী ও যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বিকল্প কোনো মাধ্যম না থাকায় বাধ্য হয়েই ভগ্নদশা এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করছেন স্থানীয় বক্তারপুর চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়, বক্তারপুর তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, জটিল রোগী, বয়োবৃদ্ধ ও সাধারণ পথচারীসহ এলাকার কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যানগাড়িই একমাত্র ভরসা। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ ভুক্তভোগী এলাকাবাসী।
লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী হামিদা আক্তার বলেন, আমাদের স্কুলের একমাত্র ঐ রাস্তায় হেমন্তকালে যেমন তেমন, বর্ষাকালে একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদা জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। তাই বর্ষাকালে বাধ্য হয়ে প্রায়ই স্কুল কামাই করতে হয়। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানাই।
ইউপি সদস্য ওমর গনি জানান, ভগ্নদশা ঐ রাস্তার বিষয়টি স্থানীয় প্রশাসনকে বহুবার জানালেও কোনো ফল হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘বর্ষা থাকায় কাঁচা রাস্তাটি সংস্কার করা সম্ভব হয়নি। রাস্তাটি দ্রুত মেরামত করা হবে ইনশাআল্লাহ।
উপজেলা প্রকৌশলী মুনছুরুল হক বলেন, ‘উপজেলার বক্তারপুর কান্দাপাড়া এলাকার জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি মাটি ভরাট করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।