মূল্যস্ফীতি : দেশে বাড়ছে কমছে বিদেশে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ১:০০:৫৬ অপরাহ্ন
যে ধৈর্য্য ধরতে জানে, তার জন্য আনন্দঘন প্রশান্তি অপেক্ষা করে। -জন লিলি
দৃশ্য একই। অতীতে যা ছিলো তাই। মূল্যস্ফীতি বিশ্বের বিভিন্ন দেশে কমছে। অথচ আমাদের দেশে বেড়েই চলেছে। বিশেষ করে, খাদ্যমূল্যস্ফীতি। বৈশ্বিক মন্দায় সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে বিশ্বব্যাপি মূল্যস্ফীতির হার বেড়ে যায়। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে বিশ্বব্যাপি সংকোচনমুখি মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে ভোক্তার চাহিদা কমানো হয়। ফলে অনেক দেশে বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশে এ হার বাড়ছে।
সত্যি বলতে কি, আমাদের দেশে পণ্যমূল্য বৃদ্ধির কোন কারণ থাকে না। যার যখনই মনে হয়, বাড়িয়ে দেয় পণ্যের মূল্য। সেটা দেশীয় হোক বা আমদানি পণ্য হোক। বিশেষ করে, খাদ্যপণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে অনেক সময়ই যুক্তিসঙ্গত কোন কারণ থাকে না। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মূলত পণ্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, ডলারের মূল্যবৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাবে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার কমছে না।
বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলায় অনেক দেশ ব্যয় সংকোচন নীতি গ্রহন করে। এতে তারা সফলও হয়েছে। অথচ একই সময়ে বাংলাদেশও সংকোচনমুখি মুদ্রানীতি অনুসরণ করেছে, আমদানি নিয়ন্ত্রণ করেছে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর পদক্ষেপও নিয়েছে। কিন্তু ঘটেছে উল্টো। মূল্যস্ফীতি কমে নি বরং বেড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা যায়- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া সব দেশেই খাদ্য মূল্যস্ফীতির হার কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। এপ্রিলে যা ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। গত প্রায় ১৪ বছরে এটিই হচ্ছে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার।
মূল্যস্ফীতি হচ্ছে, আগের বছরের বা আগের মাসের সঙ্গে অথবা কোন নির্দিষ্ট সময়ের সঙ্গে বর্তমানের তুলনা করে খাদ্য, কাপড়, পোশাক, বাড়ি, সেবা ইত্যাদি বিভিন্ন উপাদানের মূল্য বৃদ্ধির যে পার্থক্য যাচাই করা হয় সেটাই। অর্থাৎ মূল্যস্ফীতি দিয়ে আমরা যেটা বুঝি তা হলো, কোন একটা নির্দিষ্ট সময় থেকে পরবর্তী আরেকটি সময়ে দাম কেমন বেড়েছে, সেই তথ্য। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আশাবাদি যে, বাংলাদেশ পণ্য আমদানি করে এমন সব দেশে খাদ্য মূল্যস্ফীতির হার কমায় আগামিতে এ দেশেও কমবে।