সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় মহাসমাবেশে ড. আহমদ আব্দুল কাদের
নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নিজেদের জনপ্রিয়তার ‘পরীক্ষা’ দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৪:৩৫:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নিজেদের জনপ্রিয়তার ‘পরীক্ষা’ দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।
গতকাল শনিবার বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত সংগঠনের সিলেট বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি সহ ৮ দফা দাবিতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ মুনতাসির আলী।
অধ্যাপক কাদের বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি উড়িয়ে দেয়ার কোন সুযোগ নেই। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারাই গায়ের জোরে সংবিধান পরিবর্তন করেছেন। তাই জাতির প্রয়োজনে আবারো সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকার অথবা জাতীয় সরকার কিংবা তত্বাবধায়ক সরকার যে নামেই হোক-তা সংবিধানে প্রতিস্থাপন করতে হবে। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই।”
দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের ধৈর্য্যের সীমা ছাড়িয়ে গেছে। বিভিন্ন বাহিনীর অত্যাচার থেকে মানুষ মুক্তি চায়। দেশের মানুষ রুখে দাঁড়ালে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় যে কোন ত্যাগ স্বীকারে তাদের দল প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে বলে মন্তব্য তার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ধর্মীয় শিক্ষা ‘সংকোচন’ নীতিরও সমালোচনা করেন তিনি।
জুনিয়র চিকিৎসক ও বেসরকারী শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “তাদের দাবি মেনে নিন। গায়ের জোরে চিকিৎসক-শিক্ষকদের দাবি অগ্রাহ্য করে তাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ মাওলানা নূরুজ্জামান, সৈয়দ মুহিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল করীম।
বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ আলেম-উলামার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি প্রশ্ন রেখে বলেন, ইলিয়াস আলী আজ কোথায় ? দামের কারণে কাঁচা মরিচ মুখে দেয়া যায় না। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দেশে আজ রাজনীতির নামে অপরাজনীতি চর্চা হচ্ছে। শান্তি, সৌহার্দ্য, দেশ ও মানুষ রক্ষার জন্য তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন জানিয়ে তিনি বলেন, দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও ভোটাধিকার নিয়ে মানুষের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে। দেশকে সংঘাত-সহিংসতার দিকে ঠেলে না দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে সমাবেশের মাধ্যমে তিনি ঘরে ঘরে সংগঠনের দুর্গ গড়ে তুলতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, গোটা জাতি প্রধানমন্ত্রীর অধীনে আর কোন নির্বাচন মানবে না। সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মহানগর সহ সভাপতি কেএম মামুন, জেলা সেক্রেটারী মাওলানা দিলওয়ার হোসাইন ও মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আবদুল হান্নান, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হুসাইন নূরী চৌধুরী, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মৌলভী বাজার জেলা সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সৌদী আরব আবহা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল হান্নান, যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, রিয়াদ মহানগর শাখার সভাপতি মাওলানা আবুল হোসাইন, কাতার শাখার সভাপতি মাওলানা আবদুল হাসিব চৌধুরী, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, মৌলভী বাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আখতার হোসেন, রিয়াদ মহানগর সভাপতি মাওলানা আবুল হোসাইন, জেদ্দা মহানগর শাখার উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান রাজাগঞ্জী, সেক্রেটারী মাওলানা শামসুজ্জামান গণী, সিলেট সদর উপজেলার হাটখোলা ইউপি চেয়ারম্যান মাওলানা কেএম রফিকুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হুসাইন জাকির, সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, মৌলভী বাজার জেলা সভাপতি আমিনুল ইসলাম ওমৌলভী বাজার শহর সভাপতি আশরাফ উদ্দিন শাফি প্রমুখ। এ উপলক্ষে দলের নেতা-কর্মীরা দুপুর থেকে বাসযোগে সমাবেশস্থলে আসেন।
দলীয় সূত্র জানায়, তারা এরই মধ্যে-রাজশাহী,চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী ও ময়মনসিংহে মহাসমাবেশ করেছেন। গতকাল শনিবার সিলেট ও বরিশালে সমাবেশ হয়েছে। এছাড়া, ২৭ জুলাই খুলনা এবং ২৯ জুলাই ঢাকায় সমাবেশ হবে বলে জানিয়েছে ওই সূত্র।