শান্তিগঞ্জে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৪:৫২:৫৯ অপরাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য সড়কের পাশ থেকে সাজনা বেগম নামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাজনা বেগম (১৬) শুক্রবার রাতে তার পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার ভোরে সাজনা বেগমকে তার পরিবারের লোকজন বসত ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সন্ধ্যার দিকে শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা একটি বস্তাবন্দি লাশ দেখতে পান।
তাৎক্ষণিক শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের মড়ল বাড়ীর ইসরাইল মিয়ার মেয়ে ও স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ আহমদ ও দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন সহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মো. খালেদ আহমদ চৌধুরী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি বলেন, ‘এটি খুন কি-না সে বিষয়ে তদন্ত চলছে।’