শাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৫:২৯:৪১ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আরিফুল হকের (১৭) বাড়ি রংপুরের কুড়িগ্রাম জেলায়। গতকাল শনিবার সকাল ১০টায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ১০ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত হয়েছেন বলে জেনেছি। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত নির্মাণ শ্রমিক এখন পুলিশের দায়িত্বে ওসমানী মেডিকেলে পোস্টমর্টেম করা হচ্ছে। পোস্টমর্টেম শেষে পুলিশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে মরদেহ হস্তান্তর করবে।
নিহত এ শ্রমিকের সাথে কর্মরত আরেক শ্রমিক শরিফুল ইসলাম সাকিব বলেন, আমরা চারজন মিলে কাজ করছিলাম। আরিফুল এখানে হেলপার হিসেবে কাজ করছিল। কাজের সময় হঠাৎ সে পা পিছলে নিচে পড়ে যায়। এতে সে চোখে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে সে মারা গেছে বলে শুনেছি।
মেসার্স এসএবিইএল অ্যান্ড বিবিএল (জেভী) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আইআইসিটি ভবনটির পঞ্চম তলা থেকে ১০ তলার নির্মাণ কাজ করছেন। নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানতে ওই প্রতিষ্ঠানটির প্রকৌশলী শাহিনুজ্জামানকে সাংবাদিকরা একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, এর আগে গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপের দু’তলা থেকে পড়ে মারা যান রং মিস্ত্রি মো. নাঈম আহমেদ।