মেজরটিলায় ছুরিকাঘাতে স্ত্রী খুন স্বামী বিশ্বজিৎকে রিমান্ডে নিয়েছে পুলিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৫:৩২:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর মেজরটিলা এলাকায় ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনায় স্বামী বিশ্বজিৎ দেবনাথকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে সুরমা গেইট এলাকা থেকে বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন শাহপরান (রহ:) থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।
স্বামীর ছুরিকাঘাতে নিহত সিমলা রাণী নাথ (২১) নগরীর ৩২ নং ওয়ার্ডের মেজরটিলা নাথপাড়ার জিতেন্দ্র নাথের মেয়ে। অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দেবনাথ (২৬) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে। বর্তমানে তিনি মেজরটিলা নুরপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় ৭ মাস আগে সিমলার সঙ্গে বিশ্বজিৎ দেবনাথের বিয়ে হয়। বিশ্বজিৎ কাজকর্ম করতেন না। তবে সিমলা নগরের নয়াসড়ক এলাকার একটি দোকানে কাজ করতেন। পাশাপাশি সিলেট মহিলা কলেজে স্নাতকে অধ্যয়ন করছিলেন। বিয়ের পর থেকে স্বামীকে কাজ করার তাগাদা দিচ্ছিলেন সিমলা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরে সম্প্রতি শিসমলা বাবার বাড়ি মেজরটিলার নাথপাড়ায় চলে আসেন। গত শুক্রবার বেলা ২টার দিকে সিমলা রাণী নাথ ঘরের কাজ করছিলেন। এসময় স্বামী বিশ্বজিৎ এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হলে স্ত্রীকে একাধিক ছুরিকাঘাত করে বিশ্বজিৎ পালিয়ে যান। পরে স্থানীয়রা সিমলাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শাহপরান (রহ:) থানা পুলিশ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে সুরমা গেইট এলাকা থেকে বিশ্বজিৎ দেবনাথকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং নিহত সিমলার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল খায়ের।