সিলেটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
সরকারি দপ্তরের সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৫:২০:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেেখ গতকাল রোববার সিলেটেও জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
পৃথক আলোচনা সভায় বক্তারা প্রতিটি সরকারি দপ্তরে জনগণকে সবরকম সেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার আহবান জানানো হয়েছে। সরকারি দপ্তরে এসে জনগণ যেন সঠিক সেবা গ্রহণ করতে পারেন এ বিষয়ে সবাইকে নজর রাখার আহবান জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীগণ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারের সকল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সিলেট জেলা প্রশাসন : জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা তানিয়া লাইজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফিরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন সেবা প্রদর্শন ও র্যালি বের করা হয়।
ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেঞ্চুগঞ্জে গতকাল রোববার পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ইউপি চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন। বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক।
জৈন্তাপুর : জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) রিপামনি দেবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, সমাজসেবা অফিসার একে আজাদ ভূঁইয়া, মৎস্য অফিসার অলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল প্রমুখ।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে আলোচনা সভা উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. সফর উদ্দিন। আরো বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন প্রমুখ।