ছাতকে সাপুড়ের হাতে ধরা পড়লো ১৭টি বিষধর সাপ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৫:৩১:১০ অপরাহ্ন
ছাতক সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে এক ব্যবসায়ীর বাসা থেকে ১৭টি বিষধর সাপ ধরেছে সাপুড়ে। গতকাল রোববার সকালে বাসার একটি কক্ষ সহ ঝোপ-ঝাড় থেকে এসব সাপ ধরেন সাপুড়ে বুরহান উদ্দিন জালালী। ৬জনের একটি সাপুড়ে দল গোখড়া, দাঁড়াইশ, গেছো আলদ, মেছো আলদ সহ বিভিন্ন প্রজাতীর ১৭টি বিষধর সাপ ধরে ফেলে ।
এসময় আশপাশের লোকজন সাপ দেখে ব্যবসায়ীর বাসায় এসে ভীড় জমায়। গৃহকর্তা ব্যবসায়ী ফজলু মিয়া চৌধুরী জানান, ছোট বাচ্চারা বাড়ির আশে-পাশে সাপ দেখেছে বলে প্রায়ই বলাবলি করে থাকে। বিষয়টি আমলে এনে ছাতকের বেঁদে পল্লীর সাপুড়ে সর্দারকে খবর দেন তিনি। সাপুড়ে সর্দার বুরহান উদ্দিন জালালী তার সহযোগিদের নিয়ে একে-একে ১৭টি বিষধর সাপ ধরেন। সাপুড়ে সর্দার বুরহান উদ্দিন জালালী জানান। সাপের উপদ্রবের খবর পেলেই তিনি গন্তব্যে ছুটে যান। সাপের আনাগোনা দেখলে তাকে ০১৭১১-৩৯১৯৪৯ নম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।