ওসমানী মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন
মেডিকেল শিক্ষার্থীদের মানবতার সেবায় নিবেদিত থাকতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৮:৩৭:২৬ অপরাহ্ন

মেডিকেল রিপোর্টার : সিলেট ওসমানী মেডিকেল কলেজে গতকাল সোমবার নতুন ভর্তিকৃত এম.বি.বি.এস. ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও কলেজের প্রাক্তন ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল ডা: মাহবুবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: শরিফুল হাসান (কামাল) ও ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুজিবুল হক। তাঁরা উভয়ই ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র । প্রধান অতিথি স্মৃতিচারণ করে বলেন, আজকের এ দিনটির মত এখানেই ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে আমাদের বরণ করা হয়েছিল। সঠিক শিক্ষা, শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সততার সাথে রোগীসেবা দেয়ার কারণেই আমরা আল্লাহর রহমতে ও মানুষের দোয়ায় এ অবস্থানে এসেছি। তাই তরুণ শিক্ষার্থীদের এ বিষয়গুলো মেনে চলতে হবে।
বিশেষ অতিথিবৃন্দ বলেন, মেডিকেল শিক্ষার শুরু থেকেই আদব-কায়দা, সিনিয়র-জুনিয়রদের তথা রোগীদের প্রতি সম্মানবোধ, ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই একজন প্রথিতযশা চিকিৎসক হওয়া সম্ভব। তাই তরুণ শিক্ষার্থীরা এসব পালন করে ভবিষ্যতের সুনাগরিক তথা সুচিকিৎসক হিসেবে আমাদের সম্মান বৃদ্ধি করবে বলে আশা রাখি।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মন্ডলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। মুহূর্তেই যে-কোনো প্রান্ত থেকে মোবাইলের মাধ্যমেই একে অপরের সমস্যা জানানো যায় এবং তা সহজেই সমাধান সম্ভব। তবে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ¯েœহবোধ রেখে চললে কোনো সমস্যাই সমস্যা না। আমরা অভিভাবকবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আমরা শিক্ষক মন্ডলী আপনাদের সন্তানদের আমাদের সার্বিক সহযোগিতায় গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। পরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আজ মঙ্গলবার ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ছাত্র/ছাত্রীদের প্রিপারেটরী লীভ এবং ১ আগস্ট হতে ১ম বর্ষ এম.বি.বি.এস এর ক্লাস শুরু হবে বলে কলেজ অধ্যক্ষ জানান।
উল্লেখ্য, এ বছর ওসমানী মেডিকেল কলেজে মোট ২৩০ জন ছাত্র-ছাত্রী এম.বি.বি.এস ১ম বর্ষ ভর্তি হয়েছেন।