প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শন মামলা
সিসিকের আলোচিত কাউন্সিলর আফতাব কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৮:৪৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শনের মামলায় শেষ পর্যন্ত জেলে যেতে হয়েছে সিসিকের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁনকে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন আফতাব। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
আদালত সূত্র জানায়, গত ৮ মে নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খাঁনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ফলে তার আর নির্বাচনে অংশ নেয়া হয়নি। এরআগে অস্ত্র প্রদর্শনের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদী হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে এতোদিন জামিনে ছিলেন আফতাব। সাবেক কাউন্সিলর আফতাব হোসেন ছাড়াও এ মামলায় এখন পর্যন্ত আরও দুইজন গ্রেফতার হয়েছেন। এরমধ্যে অস্ত্রধারী তুহিন গ্রেফতার হলেও তার প্রদর্শিত সেই অস্ত্র এখনও উদ্ধার হয়নি।
অতিরিক্ত মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর জুবায়ের বখ্ত জানান, আফতাব হোসেন খান উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তিনি সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, প্রার্থিতা বাতিল হওয়ায় কাউন্সিলর আফতাব হোসেন খান এবারের সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।