নীরবতা ভেঙে মাঠে মেয়র আরিফ ফুটপাত দখলমুক্ত করতে প্রতিদিন অভিযান চলবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৮:৫৪:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ফের মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। গতকাল সোমবার থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সকাল থেকে এ অভিযান চালানো হয়। এখন থেকে প্রতিদিন অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র। ১১ দিন রাজধানীতের অবস্থান করছিলেন মেয়র। গতকাল সিলেটে ফিরেই এ্যাকশনে নামেন তিনি।
জানা গেছে, দলীয় সিদ্ধান্তে সিসিক নির্বাচনে অংশ নেননি আরিফুল হক চৌধুরী। এরপর নিজে সাংগঠনিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এতে নগরীর শৃঙ্খলায় ভাটা পড়ে। এ নিয়ে প্রতিক্রিয়া দেয় নাগরিকদের মনে। এরপর গতকাল সোমবার থেকে অভিযানে নামেন মেয়র আরিফ। বন্দরবাজার থেকে শুরু হয়ে জিন্দাবাজার হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয় অভিযান। অভিযান চলাকালে এসকল এলাকার ফুটপাত ও স্থায়ী
দোকানগুলোর সামনে থেকে অস্থায়ী দোকান তুলে দেওয়া হয়।
পরে অটোরিকশা, লেগুনা ও ট্রাক চালকদেরকে সড়কের যত্রতত্র না দাঁড়াতে নির্দেশ দেন মেয়র। একইসাথে সড়কের পাশে অবৈধভাবে সাঁটানো ব্যানার ও পোস্টার অপসারণ করেন মেয়র।
পরবর্তীতে স্থায়ী দোকানের সামনে অস্থায়ী দোকান বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি
দেন তিনি।
মেয়র আরিফুল হক অভিযান পরিচালনাকালে সাংবাদিকদের বলেন, কোনভাবেই আর ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। এখন থেকে প্রতিদিন এই অভিযান চালানো হবে নগরের ৪২টি ওয়ার্ডেই।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যতদিন আমার মেয়াদ আছে আমি ততোদিনই কাজ করবো। দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনিও এই রকম কাজ করবেন বলে তার আশা।
এদিকে, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ফুটপাত দখল মুক্ত করতে মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা সিসিক নির্বাচনের পর থেকে এ দাবি জানিয়ে আসছেন। ফুটপাত দখলমুক্ত হলে ব্যবসায়ীরা স্বস্তি¡র নিঃশ্বাস ফেলবেন এবং তারা নির্বিঘেœ তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। দায়িত্বে এ পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখতে তিনি মেয়রের প্রতি আহ্বান জানান।