ডেঙ্গু বিষয়ে সিসিকের সংবাদ সম্মেলন
মোবাইল কোর্ট নামছে আজ থেকে এডিস মশার লার্ভা পেলেই ব্যবস্থা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৮:৫৯:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আজ মঙ্গলবার থেকে নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেখানে লার্ভা পাওয়া যাবে-সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করবে মোবাইল কোর্ট। গতকাল সোমবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা ও সচেতনতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল
ইসলাম সিটি কর্পোরেশনের ডেঙ্গু বিষয়ক কার্যক্রমের বর্ণনা দেন।
তিনি জানান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষে নগরের ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে লিফলেট। ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে। এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান চলছে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় লার্ভা অনুসন্ধান পরিচালিত হচ্ছে এবং যেসকল বাসা-বাড়ি, ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব বাসা-বাড়ি, দোকান, ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, তাদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। এখন পর্যন্ত জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েনি। তবে আমাদের অসচেতনতার জন্য যে কোন সময় তা ছড়িয়ে পড়তে পারে। এরজন্য সবাইকে সচেতন হতে হবে।