জাতীয় মৎস্য সপ্তাহ’র বিভিন্ন কর্মসূচি শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৪:৪৭:৩১ অপরাহ্ন
সিলেটে আলোচনা সভা আজ
ডাক ডেস্ক : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেট অঞ্চলে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার সিলেটেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছ চাষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২০-২১ অর্থবছরে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মৎস্যখাতে গবেষণায় আরও গুরুত্ব দিলে এই উৎপাদনের মাত্রা আরও বাড়ানো সম্ভব।
জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি ও ব্লু-ইকোনমি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, ক্রপ বোটানী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক ড. মো. আবুবকর সিদ্দীক ও ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যানতত্ত বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা. সালাউদ্দীন ইউছুপ, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা. রহিমা আক্তার দীপা, মৎস্যচাষ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ফারজানা খানম চাঁদনী, কৃষিতত্ত বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মো হাবিবুল্লাহ সিদ্দিকী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা. শিরিনা আক্তার তমা, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা. জাকিয়া সুলতানা কলি। এদিকে, জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরিফ, মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ পরিচালক মো. আনোয়ার হোসেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
অনুষ্ঠানটির শুরু হবে কালেক্টরেট ভবন থেকে র্যালীর মাধ্যমে। র্যালী শেষে চাঁদনী ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হবে। পরে আলোচনা সভা শুরু হবে। এ উপলক্ষে সোমবার দুপুরে সাগর দিঘির পারস্থ মৎস্য ভবন মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।