রাজনগরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৫:৩৩:৪৯ অপরাহ্ন
রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দা সুজাদ খান উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে রাস্তার পাশে একটি পলিথিন দেখতে পান। পরে কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনের ভিতর এক নবজাতকের দেহ রাখা আছে। পরে রাজনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেউ মৃতদেহটি পলিথিনে মোড়িয়ে রাস্তার পাশে রেখে গেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।