কমলগঞ্জে গ্যাসের আগুনে ২টি বাসা ভস্মিভূত ॥ অর্ধকোটি টাকার ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৫:৩৮:২৭ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের সবুজবাগ এলাকায় গ্যাসের রাইজার থেকে অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে দুই ব্যবসায়ীর বসতঘর। গতকাল সোমবার ভোর ৬টায় এ অগ্নিকা-ের সূত্রপাত।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকান্ডে ২ ব্যবসায়ীর নগদ অর্থসহ ছয়টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ভুক্তভোগীরা হলেন- শমশেরনগর বাজারের ডলি সু স্টোরের মালিক বাচ্চু শেখ ও তার ভাই সাচ্চু শেখ। ওই দুটি পরিবার এখন নিঃস্ব। পরিবার দুটিতে চলছে কান্নার রোল।
স্থানীয়রা জানান, শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় ত্রুটিযুক্ত গ্যাস লাইন থেকে বের হওয়া গ্যাসে সৃষ্ট আগুনে ২ ব্যবসায়ীর বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা দুজন সহোদর ও একই সীমানার ভিতর পাশাপাশি বসতঘরে বসবাস করেন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
এলাকাবাসী আরো জানান, ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখের বাসার গ্যাসের রাইজার লিক হয়ে কিছু দিন ধরে গ্যাস বের হচ্ছিল। তারা সঠিকভাবে তা মেরামত না করায় গতকাল সোমবার ভোরে রাইজারের বের হওয়া গ্যাস থেকে প্রথমে সামনের ঘরে আগুন লাগে। আগুন লাগার পর বাসার লোকজন নিরাপদে বের হলেও দ্রুত আগুন দুটি ঘরে ছড়িয়ে পড়ে। ফলে দুটি বসতঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখ জানান, এ অগ্নিকা-ের ঘটনায় তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। একটি জিনিসও রক্ষা করতে পারেননি। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন সঠিকভাবে কিছু বলতে না পারলেও ধারণা করছেন নগদ টাকাসহ কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদেরকে আবার নতুন করে বসত ঘর সাজাতে হবে।
এলাকাবাসী এখলাছ আহমদ হায়দরী, টিটু মিয়া জানান, গভীর রাতে এ ঘটনা ঘটলে ঘুমন্ত অবস্থায় অনেকেই মারা যেতেন।
কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস লাইন লিক হয়ে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ জানান, বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান জানান, আগুনে শমশেরনগর বাজারের দুই ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি সাধিত হয়।