সিলেটে সাংবাদিক-পেশাজীবী সমাবেশ আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৫:৪১:১২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এসএমইউজে-এর উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক- পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার, বন্ধ
সংবাদমাধ্যম খুলে দেওয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন- বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন ও সহসভাপতি সহসভাপতি রাশিদুল ইসলাম।
পরে বিকেল ৩ টায় একই স্থানে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।