জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ ———— পরিবেশমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৫:০১:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামানে রেখে সারাদেশের ন্যায় সিলেটেও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। স্থানীয় মৎস্য অফিসের উদ্যোগে পোনামাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। এসব কর্মসূচিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট:
আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশে ২০০৬ সালে মাছের উৎপাদন ছিল ২৯ লক্ষ মেট্রিক টন। ২০২১-২২ সালে দেশে মাছ উৎপাদন বেড়ে হয়েছে ৪৭ দশমিক ৫৯ লক্ষ মেট্রিক টন। বর্তমানে পৃথিবীর মধ্যে বাংলাদেশ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে। তিনি বলেন, আমাদের হতাশার কিছু নেই। শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শনকুমার রায়, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসন, মৎস্য ও বন বিভাগরে কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেটে র্যালী, মাছেরপোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা : সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয়। পরে সুরমা নদীর চাঁদনী ঘাটে মাছেরপোনা অবমুক্তকরণের শুভ সূচনা করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, মৎস্য বিভাগের উপ পরিচালক আনোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা কমিটির সভাপতি সুষেন্দ্র চন্দ্র নম, আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃদুল কান্তি।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. সুলাইমান কবির, গীতা পাঠ করেন অরুণ বরণ সরকার।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জন মৎস্যচাষী ফকর উদ্দিন, জাকারিয়া আহমদ ও ফিরোজা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফর উদ্দিন। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের সামনে করচার হাওরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জব আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, থানার ওসি মোঃ সাইফুল আলম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের ভার্চুয়ালি উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি ।
এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজওয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুল মুনিম তরফদার, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সহিদুর রহমান সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও সফল মৎস্য চাষী সাংবাদিক সুব্রত দেবরায়, সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ। এ সময় তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপামনি দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান। সাবেক ইউপি সদস্য রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মঈন উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, উপজেলা মৎস্য অফিসের সহকারী আব্দুল মালিক। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষীদের মধ্য ২জন শ্রেষ্ঠ মৎস্যচাষী-কে সম্মাননা স্মারক পুরস্কার প্রদান করা হয়েছে। এরপূর্বে উপজেলা সদরে র্যালি ও উপজেলা পুকুরে মাছে পোনা অবমুক্ত করা হয়।