দোয়ারাবাজারে ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৪:০৬:৫৭ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজারের পল্লীতে শারমিনা নাসরিন অপি (১৮) নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটনাটি ঘটে। অপি ওই গ্রামের জায়ফর আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির পর ভেতর থেকে কোনো
সাড়াশব্দ না পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখতে পান অপি ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। তাৎক্ষণিক ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।