জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৪:১৩:২৫ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলার নলজুর নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার খালিকনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব না হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে ফিংগারপ্রিন্ট সংগ্রহের জন্য সিআইডির একটি দল এসে কাজ করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।