বিয়ানীবাজারে সিএনজি অটোরিক্সা খাদে পড়ে ১ জন নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৪:২৪:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজারে সিএনজি অটোরিক্সা রাস্তার পাশে খাদে পড়ে কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আতাউর রহমান (৪৫) নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতাউর সিলেট সদরের লামাবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কাানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সার। এতে সিএনজি অটোরিক্সাটি রাস্তার পাশে খাদে পড়ে ৫ যাত্রী গুরুর আহত হন। স্থানীয় লোকজন তাদের চারখাই বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আতাউর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।