হিরো আলমকে হুমকিদাতা গোলাপগঞ্জে গ্রেফতার ঢাকায় প্রেরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৫:৩৮:৩৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে মোবাইল ফোনে হুমকিদাতা আবু আহমদকে (২৫) সিলেটের গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সে ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) গ্রামের ফয়সল বারী ওরফে সোনা মিয়ার পুত্র।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বণিক জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা মোবাইল ফোন এবং এ ঘটনায় ব্যবহৃত সিমটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান। বর্তমানে অভিযুক্ত আবু আহমদ গোলাপগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমকি প্রদানের বিষয়টি স্বীকার করেছে।
গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মামলা রয়েছে। তাকে মঙ্গলবারই সেখানে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
একটি সূত্র জানায়, হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।