সিলেট চেম্বারে পরামর্শক সভা
বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে রিজিওনাল কানেক্টিভিটি বৃদ্ধির তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৪:১৭:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইউএন ইকোনমিক এন্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (ইউএনএসকাপ) এর উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সার্বিক সহযোগিতায় বিবিআইএনভুক্ত দেশ যথা- বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে রিজিওনাল কানেক্টিভিটি বা আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার চেম্বার ভবনের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউএনএসকাপ এর সাউথ ও সাউথ-ওয়েস্ট এশিয়া অফিসের ডাইরেক্টর এবং হেড মিকিকো তানাকা, বিআইআইএসএস এর রিসার্চ ডাইরেক্টর ড. মাহফুজ কবির ও সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।
সভার বিষয়বস্তুর উপর আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং এর পরিচালক মোঃ আরিফুর রহমান, ইউএনএসকাপ এর সাউথ এন্ড সাউথ-ওয়েস্ট এশিয়া অফিসের ডেপুটি হেড ড. রঞ্জন এস রতœ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউএনএসকাপ এর প্রতিনিধিদলের সদস্য আজহার জে. ডুকরেস্ট, জোসেফ জর্জ, পলাশ শ্রীবাস্তব, প্রজ্ঞাঞ্জন তরফদার, সুমন্ত বিশ্বাস, মোঃ মাজেদুল ইসলাম, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, সদস্য ব্যারিস্টার মঈনুল ইসলাম, নীহার রঞ্জন দাস, মোঃ আরিফ হোসেন, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং নারী উদ্যোক্তাবৃন্দ।
সভায় ইউএনএসকাপ এর সাউথ ও সাউথ-ওয়েস্ট এশিয়া অফিসের ডাইরেক্টর এবং হেড মিকিকো তানাকা বলেন, ইউএনএসকাপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, প্রতিবেশী এই ৪টি দেশের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য খাতের উন্নয়ন এবং এর ফলে কি কি পরিস্থিতির উদ্ভব হতে পারে সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য এ পরামর্শক সভাটির আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিআইআইএসএস-এ ব্যাপারে ইউএনএসকাপ এর সাথে যৌথভাবে কাজ করছে। বিবিআইএনভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে তিনি সড়ক, রেল ও নৌ যোগাযোগ বৃদ্ধি, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আহবান জানান। তিনি পরামর্শক সভাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।
সভায় বিআইআইএসএস এর রিসার্চ ডাইরেক্টর ড. মাহফুজ কবির বলেন, বিবিআইএনভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে সমস্যা থাকবে। তবে সেটা চিহ্নিতকরণের মাধ্যমে তার সমাধানও সম্ভব। তিনি উল্লেখ করেন, প্রাইভেট সেক্টর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে তথ্য সংগ্রহের অভাবের কারণে এ সেক্টরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি ব্যবসা-বাণিজ্য খাতে বিরাজমান সমস্যাবলী দূর করতে সরকারের বিভিন্ন সংস্থার সাথে আলোচনা বৃদ্ধি ও প্রাইভেট সেক্টরকে আরো জোরালো ভূমিকা রাখার আহবান জানান।
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে পরামর্শক সভাটি আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য বিআইআইএসএস ও ইউএনএসকাপ-কে ধন্যবাদ জানান। ভৌগলিক সুবিধাজনক অবস্থানের কারণে প্রতিবেশী এই দেশগুলোর মধ্যে এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের বিকাশে জকিগঞ্জ-করিমগঞ্জ বর্ডারে কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণ এবং বাণিজ্য ঘাটতি দূরীকরণে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধাসমূহ দূরীকরণের দাবি জানান।