দোয়ারাবাজারে বিপজ্জনক কালভার্টে দশ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৪:২৩:৩০ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে সড়কের একটি কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন দশ গ্রামের মানুষ। উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর-মহব্বতপুর বাজার পর্যন্ত ব্যস্ততম সড়কে কালভার্ট ভেঙে বড় বড় গর্ত হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন ১০ সহ¯্রাধিক মানুষ। দীর্ঘদিন ধরে এ অবস্থা দৃশ্যমান হলেও দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা যায়, ওই সড়কের বরকতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কালভার্টটির ভাঙা অংশ জুড়ে খেজুর গাছের কাটা বিছিয়ে রাখা হয়েছে। আর এ অবস্থায় প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ এলাকার সাধারণ মানুষজন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
উল্লেখ্য, স্থানীয় হাওরের ফসলি জমিতে পানি নিষ্কাশনের জন্য ওই স্থানে প্রথমে একটি ছোট কালভার্ট নির্মিত হয়। পরবর্তীতে জনগণের দাবির প্রেক্ষিতে ২০০৩ সালে এটির পাশে আরেকটি বড় কালভার্ট নির্মাণ করা হয়। যা পেরিয়ে চলাচল করছেন বরকতনগর, গুজাউড়া, রাখালকান্দি, জিয়াপুর, খাগুড়া, মিরপুর, মহব্বতপুর, মোহাম্মদপুরসহ দশ গ্রামের মানুষ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, মূলত আমার ইউনিয়নের অধিকাংশ পরিবারই কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু, ওই কালভার্টটি ভেঙে যাওয়ায় ওই রাস্তায় এখন কোনো কৃষিজাত পণ্য সরবরাহ করা যাচ্ছে না। তাছাড়া কোমলমতি শিক্ষার্থীরাও বইখাতা কাঁধে ঝুলিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করছে। তাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দ্রুত কালভার্টটি সংস্কারের মাধ্যমে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।