এমসি কলেজে সম্প্রসারিত প্রাণি মিউজিয়ামের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৩:৪৮:১০ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সম্প্রসারিত প্রাণি মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় প্রাণিবিদ্যা বিভাগে মিউজিয়ামের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। মিউজিয়ামের উদ্বোধনকালে অধ্যক্ষ বলেন, বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখা ও জ্ঞান অর্জনে এই মিউজিয়াম সহায়ক হবে। শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি এখান থেকে বাস্তব জ্ঞান লাভ করতে পারবেন। তিনি প্রাণি বিষয়ে শুধু পড়াশোনাই নয়, প্রাণির অধিকার ও প্রাণির প্রতি সদাচরণ বিষয়ে শিক্ষার্থীদের কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল আহমদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর হুমায়ুন কবীর চৌধুরী, দিনাজপুর সরকারি কলেজের প্রফেসর একেএম আব্দুল্লাহ্, মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর মো: সেলিম (পিআরএল), প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার, সহকারী অধ্যাপক মনীকা রানী বণিক, সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেইন। এসময় প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাণিবিদ্যা বিভাগের অনেক দিনের পুরনো মিউজিয়াম বায়োলজি বিল্ডিংয়ের তৃতীয় তলায় ছিল। প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আশরাফুল কবীর ও অন্য শিক্ষকের তত্ত্বাবধানে সেটিকে আরোও সম্প্রসারণ ও সমৃদ্ধ করে বিভাগের নিচ তলায় স্থাপন করা হয়েছে।