কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রতিযোগিতা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৩:৫০:৩৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। গতকাল বুধবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে টুনার্মেন্টের উদ্বোধন হয়। উপজেলার ছয় ইউনিয়ন থেকে দুইটি করে বালক ও বালিকাদের দল প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় বরমসিদ্ধিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কলাবাড়ি ২-১ গোলে জয়লাভ করে। কলাবাড়ির হয়ে দুটি গোলই করেন রাহি ইসলাম।
বরমসিদ্ধিপুরের হয়ে একমাত্র গোলটি করেন রাফি। দ্বিতীয় খেলায় দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায় ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরের খেলায় ২-১ গোলের জয় পায় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের প্রতিপক্ষ দল ছিল শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে উপজেলার ৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউনিয়ন ভিত্তিক খেলা শেষ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম। সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়ের পরিচালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ। বক্তব্য দেন তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ রায়, মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।