চুনারুঘাটে চেতনানাশক স্প্রে ব্যবহার করে চুরি ॥ অসুস্থ ২ ॥ এলাকায় আতঙ্ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৪:০৭:৩৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : চুনারুঘাটে অভিনব কায়দায় বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটছে। খাবারে চেতনানাশক ওষুধ ব্যবহার করে, বাড়ির জানালা নতুবা বেলকনি দিয়ে স্প্রে করে বাসার মানুষদের অজ্ঞান করে চুরি করেন সংঘবদ্ধ চক্র।
গত মঙ্গলবার রাতে এমনই একটি ঘটনা ঘটেছে চুনারুঘাট পৌরশহরস্থ উত্তর বাজারের দি-স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও উপজেলা স্বাস্থ্য সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার বাসায়। চোরেরা স্প্রে ব্যবহার করে প্রবেশ করে মো. জাকারিয়া (৫২), তার স্ত্রী নয়ানী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আলেয়া (৪৫) কে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়।
স্থানীয় লোকজন বুধবার সকালে জাকারিয়া ও আলেয়াকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর থেকে চুনারুঘাট উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসব সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে পুলিশ নজরদারি করছে। এই চক্রের সদস্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাতে চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজারে দুই বাসায় সিঁদকেটে চোরেরা প্রবেশ করে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন লুট করে নেয়। তাদের চেতনানাশক ওষুধ ব্যবহারের কারণে ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।