শান্তিগঞ্জে গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৪:০৮:৫১ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা ও ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার পাগলা কান্দিগাঁও মাদ্রাসাপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-আছাবুল মিয়া (৫০) ও পারভীন বেগম। গতকাল বুধবার দুপুরে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার ওসি খালেদ আহমদ চৌধুরীর যৌথ নেতৃত্বে অভিযান চালানো হয় থানা এলাকার পাগলা কান্দিগাঁও মাদ্রাসাপাড়ায়। অভিযানকালে মাদক কারবারি আছাবুল মিয়া ও গাঁজা কারবারি পারভীন বেগমকে আটক করা হয়। এসময় আটক আছাবুল মিয়ার বসত ঘরের ভিতর থেকে ৯৬ বোতল বিদেশী মদ ও পারভীন বেগমের বসত ঘর থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত আছাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা মাদ্রাসাপাড়া এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে ও পারভীন বেগম একই গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী।
অপর দিকে, গত মঙ্গলবার দিনব্যাপী পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহের নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল, সুনামগঞ্জ শুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার ওসি খালেদ আহমদ চৌধুরীর যৌথ নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সুনামগঞ্জ পুলিশ লাইন্স থেকে আগত পুলিশের অফিসার ফোর্সরা পৃথক অভিযান চালিয়ে শান্তিগঞ্জ থানা এলাকার ঠাকুরভোগ, সাপের কোনা, রনসী, ঘোড়াডুম্বুর, পিঠাপশি, শ্রীরামপুর, আসামমোড়া, জাহানপুর, হাসনাবাজ, উপ্তিরপাড়াসহ দাঙ্গাপ্রবণ গ্রাম সমূহে সাঁড়াশি অভিযান পরিচালনা করে রামদা, ঢাল, সুলফি, টেটা, বল্লম, কুচা, লাঠিসহ বিভিন্ন ধরনের শতাধিক দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ আহমদ চৌধুরী জানান, বিদেশী মদ ও গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে । দাঙ্গা প্রবণ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।