শান্তিগঞ্জে স্কুল ছাত্রী রাজনা হত্যার বিচারের দাবিতে উত্তাল শান্তিগঞ্জে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৪:১০:১৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী রাজনা হত্যার বিচারের দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উত্তাল। এ দাবিতে এলাকার লোকজন মানববন্ধন, বিক্ষোভ মিছল ও সড়ক অবরোধ করেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া সুরমা স্কুল এন্ড কলেজের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা এ হত্যাকান্ডে যারা জড়িত দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
প্রভাষক মোস্তাহার মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান, বিজয় সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ফরিদ আহমদ, সমাজসেবী মোহাম্মদ আলী, মাওলানা মহিবুর রহমান প্রমুখ।
সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পাথারিয়া বাজার এলাকায় মানববন্ধন, বিশাল বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনতা, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। এ সময় প্রায় আড়াই ঘণ্টা দিরাই-মদনপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান- মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে যান। সেখানে ইউএনও’র হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় এবং উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন রাজনা হত্যার দোষীদের অচিরেই কয়েকদিনের ভেতর দ্রুত বের করে বিচারের আওতায় আনা হবে।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান জানান, আগে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি। এরকম ঘটনায় আমাদের ছেলেমেয়েরা ঘর থেকে বের হতে আতংক বিরাজ করছে। দ্রুত সময়ে দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইউপি সদস্য হাবীবুর রহমান জানান, এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। এ ঘটানায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সমাজসেবী মোহাম্মদ আলী জানান, আমার ৫০ বছরের বয়সে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা দেখিনি। এই ধরণের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের দ্রুত বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে জগন্নাথপুর-শান্তিগঞ্জ থানার সার্কেল সহকারী পুলিশ সুপার শুভাশীস ধর বলেন, রাজনা হত্যার বিষয়ে বহুমূখী তৎপরতা রয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক কে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যায় শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন সড়কের পাশে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। রাজনা বেগম পাথারিয়া গ্রামের ই¯্রাইল মিয়ার মেয়ে ও স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে ২৩ জুলাই শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন ই¯্রাইল মিয়া। ঘটনার পর গত রোববার স্থানীয় ইউপি সদস্য নিহত রাজনার চাচাত ভাই আব্দুর রাজ্জাককে জড়িত সন্দেহে থানা পুলিশ আটক করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।