হবিগঞ্জে স্ত্রীর প্রাণনাশের ঘটনায় স্বামীর যাবজ্জীবন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৪:১৮:৪০ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : বানিয়াচং উপজেলার রতরপুর গ্রামে মাহমুদা আক্তার রেনু নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আশ্বব আলী ওরফে আশরাফ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। সেই সাথে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই আদেশ প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী আশরাফ আলী পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৫ মে বেলা ২টা থেকে ৪টার মাঝে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করে। পরে তার মুখে বিষ ঢেলে নৌকা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। পরে আশরাফ আলী পালিয়ে গেলে তার পরিবারের সন্দেহ হয়। এ ঘটনায় মাজমুদা আক্তার রেনুর ভাই আইয়ূব আলী ৬ জনকে আসামী করে ২৯ মে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক এফআইআর এর আদেশ দেন।
বানিয়াচং থানার তখনকার এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন তদন্ত শেষে শুধুমাত্র আশরাফ আলীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে ৯ জনের সাক্ষ্য শেষে গতকাল বুধবার বিকেলে আদালত এই রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।