বিশ্ব হেপাটাইটিস দিবস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ১২:১৫:৫৭ অপরাহ্ন
যে নিজের উপর আস্থা রাখতে পারে না, সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারও ওপর আস্থা রাখতে পারে না। – কাদিনল দ্য য়েটজ
হেপাটাইটিস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের আহ্বানে দিবসটি পালিত হয়। দিবসটিকে কেন্দ্র করে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন ভাইরাল হেপাটাইটিসের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস।
হেপাটাইটিস ঘাতক ব্যাধি। জানা গেছে, বাংলাদেশের শতকরা ৫ দশমিক ৫ ভাগ মানুষ হেপাটাইটিস বি এবং শতকরা দশমিক ৬ ভাগ হেপাটাইটিস সি ভাইরাসের বাহক। এদের মধ্যে অনেকেই দীর্ঘমেয়াদি ইনফেকশনে নানাবিধ জটিল লিভার রোগে আক্রান্ত হচ্ছেন। সব মিলিয়ে দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে আক্রান্ত। অপরদিকে হেপাটাইটিসের কারণে সৃষ্ট লিভার রোগে বিশ্বে প্রতিবছর প্রায় ১.৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়। অর্থাৎ প্রতি মিনিটে দুইজন মানুষের মৃত্যু হয় লিভারের রোগে। আশঙ্কাজনক বিষয় হচ্ছে, দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না যে, তিনি হেপাটাইটিস ‘বি’ বা ‘সি’ ভাইরাস বহন করছেন। বিশেষজ্ঞগণ বলেছেন, হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস একটি ‘নীরব ঘাতক। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তির মধ্যে এর কোন উল্লেখযোগ্য লক্ষণ দেখা যায় না। অথচ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ লিভার ক্যানসারের প্রধান কারণ। তাছাড়া, বিশ্বে মৃত্যুর প্রধান ১০টি কারণের একটি হলো লিভার সিরোসিস। লিভার ক্যানসার বিশ্বে এবং বাংলাদেশে ক্যানসারজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। এই দুই ভাইরাসজনিত লিভার
রোগের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন মানুষ, অর্থৎ প্রতি মিনিটে দুজন বা প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হয়। জানা যায়, পাঁচ রকমের হেপাটাইটিস ভাইরাস রয়েছে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো ‘বি’ এবং ‘সি’। বাকিগুলো এতোটা মারাত্মক নয়। চিকিৎসায় সেগুলো নিরাময় সম্ভব। দেশে ১৮ কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’তে আক্রান্ত। এই ভাইরাস মানুষের স্বাস্থ্য বিশেষ করে লিভারের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি। আমাদের দেশের ৬০ থেকে ৬৫ শতাংশ লোক গ্রামে বসবাস করেন। হেপাটাইটিস বিষয়ে গ্রামের মানুষের কোন ধারণা নেই। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
সত্যি বলতে কি, এই ভাইরাসের সঙ্গে আমাদের পরিচয় ২০ থেকে ২৫ বছর আগে। তার আগে একে আমরা জন্ডিস হিসেবেই জানতাম। হেপাটাইটিস নিয়ন্ত্রণে সরকারের সবচেয়ে সফল উদ্যোগ হলো টিকা। হেপাটাইটিস টিকা প্রয়োগের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এই টিকা সহজলভ্য নয়। মানুষ যাতে নির্বিঘেœ এই টিকা গ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।