সিলেটে আদালত প্রাঙ্গণে হামলায় রক্তাক্ত এডভোকেট তাজ উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ৫:১২:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেটে আদালত প্রাঙ্গণেই বিরোধী পক্ষের আইনজীবীকে মেরে রক্তাক্ত করলেন সাবেক বিএনপি নেতা এডভোকেট শামসুজ্জামান জামান। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মিঠু দাশ জয়ের করা একটি ছিনতাই মামলার চার্জ গঠনকে কেন্দ্র করে আদালতে এডভোকেট তাজ উদ্দিনের সাথে বিতর্কে জড়ান সাবেক বিএনপি নেতা শামসুজ্জামান জামান। আদালতের অভ্যন্তরেই শুনানি শুরুর প্রাক্কালে দুই আইনজীবী বাদানুবাদে জড়ান। এরপর উভয় আইনজীবি ও বাদী-বিবাদী আদালতের বাইরে এলে এডভোকেট তাজ উদ্দিনের উপর হামলা চালান আসামীপক্ষের আইনজীবী শামসুজ্জামান ও আসামীরা। এসময় জামানের ঘুষিতে এডভোকেট তাজ উদ্দিনের নাক ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। পরে সেখানে উপস্থিত আইনজীবীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী জানান, গতকাল একটি মামলায় চার্জ গঠনের কথা ছিলো। যেখানে আসামীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট শামসুজ্জামান জামান। শুনানি শুরুর আগে বাদীর আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন ও দেবব্রত চৌধুরী শুনানি পেছানোর জন্য নিজেদের মধ্যে আলাপ করছিলেন। তবে হঠাৎ করেই আসামীপক্ষের আইনজীবী শামসুজ্জামান বাদীপক্ষের আইনজীবী তাজ উদ্দিনকে লক্ষ্য করে হুমকি ধমকি দিতে থাকেন। এসময় দুজনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর আদালত চার্জ গঠনের তারিখ পিছিয়ে দেন।
সবাই যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে যান তখন হঠাৎ করেই আসামীপক্ষের আইনজীবী শামসুজ্জামান ও তার মক্কেলরা বাদীপক্ষের উপর হামলা চালায়। এতে তাজ উদ্দিন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে, ঘটনা সম্পর্কে জানতে এডভোকেট শামসুজ্জামানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি সূত্র জানায়, তারা উভয় আইনজীবীকে এক সপ্তাহের মধ্যে এ ঘটনার বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে নোটিশ দিয়েছেন।
নিন্দা ও প্রতিবাদ ঃ সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজের সদস্য, জেলা বারের আইনজীবী, দৈনিক শুভ প্রতিদিনের সহকারী সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের সাবেক ডেপুটি চিফ রিপোর্টার মুহাম্মদ তাজ উদ্দিনের উপর আদালত প্রাঙ্গণে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। নিন্দা জ্ঞাপনকারীরা হলেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং সিলেট-মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলায় তাজ উদ্দিন রক্তাক্ত হওয়ার খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তদন্তপূর্বক হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
এদিকে, সিলেটের আদালতপাড়ায় আইনজীবী ও সাংবাদিক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিনের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মো.আজমল খান, প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ,বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান,সহ সাধারণ সম্পাদক মো.আব্দুল খালিক। তারা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।