প্রবাসীদের দাবি দাওয়া উত্থাপন ও দেশের ভাবমূর্তি উন্নয়নের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সেন্টার ফর এনআরবি’র ইউকে কনফারেন্স
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ৫:১৮:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতু বন্ধন ও তাঁদের অধিকার আদায়ে ভূমিকা পালনকারী সংস্থা সেন্টার ফর এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশি) এর উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের স্টাটফোট সিটির একটি হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় “সেন্টার ফর এনআরবি’র ইউকে কনফারেন্স ২০২৩”। সংস্থার চেয়ারপারসন সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত “সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং” শিরোনামে এবারের আন্তর্জাতিক ইউকে কনফারেন্স এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন্স সংস্থার প্রতিনিধি সাবাহ কায়ান, আপাসান্থ ইন্টারন্যাশনাল এর সিইও মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, চ্যানেল এস এর কর্ণধার ও লন্ডন সিটি কাউন্সিল এর ফ্রি ম্যান আহমদুস সামাদ চৌধুরী জেপি ও ব্রান্ট্র কাউন্সিল এর সাবেক মেয়র পারভেজ আহমদ।
কনফারেন্সে বক্তারা দেশের উন্নয়নের বিষয় উল্লেখ করে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে: কিন্তু এনআরবি তথা প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে আবদান রাখার পরও তারা অবহেলিত। কনফারেন্সে হাইকমিশনের কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, প্রবাসীরা এনআইডি পায় না, পাওয়ার অব এটর্নি করতে দীর্ঘসূত্রতা ও জটিলতা, বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য, সিলেট বিমান বন্দরে অন্তর্জাতিক ফ্লাইট না নামা এবং প্রবাসীদের সম্পদের নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও অতিথিদের
দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসীরা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান সকলের বক্তব্য ও অভিযোগ অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং এর থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয় গুলো যথাযত ভাবে তুলে ধরার অঙ্গীকার করেন।
এনআরবি সেন্টারের চেয়ারপার্সন সেকিল চৌধুরী কনফারেন্সে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে এর সমাধানকল্পে কাজ করে যাচ্ছে এনআরবি। সকল প্রবাসীর সহযোগিতায় আমরা এর থেকে উত্তরণ ঘটাবো ইনশাআল্লাহ। তিনি বিদেশে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইউকে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় কনফারেন্স আয়োজনে সহায়তা করে টিসিবিএল গ্রুপ ও ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। ফ্রান্স প্রবাসী ওদুদ আনসারীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ব্যারিস্টার কুতুব উদ্দীন আহমদ সিকদার এমবিই, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যবসায়ী নেতা শাহগীর বখত ফারুক, টাওয়ার হ্যামলেটস এর সাবেক লেবার লিডার হেলাল আব্বাস, সাবেক মেয়র কাউন্সিলর সেরোয়ান চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও সাব উদ্দীন, সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবিই, সবেক স্পিকার আহ্বাব হোসেন, লন্ডন টি কোম্পানির চেয়ারম্যান ব্যবসায়ী শেখ আলিউর রহমান ওবিই, তরুণ প্রবাসী রুনি চৌধুরী, কমিউনিটি নেতা আবুল হোসেন ও বার্মিংহাম এর ব্যবসায়ী আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডাঃ জাকি রিজওয়ানা। বিনিয়োগ ও রেমিটেন্স বিষয়ে ব্যাংকার এ কে এম শিরিন তার প্রবন্ধে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও বিনিয়োগের নানাদিক উল্লেখ করেন, তার প্রবন্ধটি উপস্থাপন করেন টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ও অবদান বিষয়ে সাবেক নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর শান্তিরক্ষা বিষয়ক লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন বার্মিংহামের তরুণ প্রবাসী মোহাম্মদ আলম।