চুনারুঘাটে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী
সাহিত্য সংস্কৃতি মানুষের জীবন ও চিন্তাকে বিকশিত করে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ৫:৩৩:০৫ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, আমাদের ব্যক্তি ও সমাজের চিত্র ফুটে উঠে শিল্প-সাহিত্যে। সাহিত্য সংস্কৃতি মানুষের জীবন ও চিন্তাকে বিকশিত করে। দেশের শিল্প-সাহিত্যের বিকাশে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।’
তিনি গতকাল শুক্রবার বিকালে চুনারুঘাট উপজেলা হলরুমে সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ দেব, শাবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক মিয়া, ড. মোঃ মাহবুব রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান
আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, কবি তাহমিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী মাস্টার, সহযোগী অধ্যাপক কবি মাজহারুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন প্রমুখ।